জাপানি নাগরিক হত্যা : দুইজনের ১০ দিনের রিমান্ড
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গ্রেফতার বিএনপি নেতা রাশেদ-উন-নবী বিপ্লব এবং হুমায়ুন কবির হীরার ১০ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঘটনার দিনই তাদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। তবে এ বিষয়টি তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছিল বলে জানা গেছে।
মামলার বাদী কাউনয়িা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপ্লবকে ঘটনার দিনই আটক করা হয়। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কাউনিয়া আমুলি আদালতের বিচারক আবু তালেব এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, রাশেদ-উন-নবী বিপ্লব বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেলের ছোট ভাই।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ২ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৩ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৪ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৫ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল