৩৩ এসএসসি পরীক্ষার্থী নিয়ে খাদে পড়ে গেল বাস
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে সাটুরিয়া-বালিয়া আঞ্চলিক সড়কের ভাটুলিয়া এলাকায় ৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে একটি বাস। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে শিক্ষার্থীদের উদ্ধার করে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় এসএসসির ৩৩ জন পরীক্ষার্থী, এক শিক্ষক ও ৪ জন অভিভাবকসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে তিনজন পরীক্ষার্থী আহত হয় বলে জানা গেছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবাইকে উদ্ধার করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক অভিভাবক আহত হয়েছেন বলে জানান তিনি।
আল-মামুন/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাধীনতা বিরোধীরা সাধারণ ক্ষমার সম্মান দিতে জানেনি : এ্যানি
- ২ চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
- ৩ জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে
- ৪ আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ চাই: জামায়াত নেতা আবদুল হালিম
- ৫ আমরা স্বাধীনতার চেতনাকে শুধু কথায় নয়, অন্তরে ধারণ করি