নূর হোসেনের চার মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা পৃথক চারটি মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
রোববার (০৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ চারজনের সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে চলতি বছরের ২২ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত।
সকালে চার মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. সালাহ উদ্দীন সুইট বলেন, আদালতে নূর হোসেনের অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা বিচারাধীন। এর মধ্যে রোববার দুটি চাঁদাবাজি, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ করেন বিচারক।
মো. শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ