ফতুল্লায় ফ্ল্যাট ভাড়া নিয়ে দেহ ব্যবসা, নারীসহ আটক ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অভিযোগে তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জের পাকাপুল এলাকার নিলুফার দ্বিতীয় তলা ভবনের নিচতলা ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মামলার পর পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
আটকরা হলেন- ধর্মগঞ্জের ভিতর পাকাপুল এলাকার নিলুফার বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের স্ত্রী ডলি বেগম (৩৬), ফতুল্লার বিসিক কলাবাগান এলাকার পান্নার বাড়ির ভাড়াটিয়া রাজ্জাক মিয়ার মেয়ে মুন্নী (২২), ধর্মগঞ্জ মাওলাবাজার এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হকের মেয়ে হাসনা (২৩) ও ধর্মগঞ্জ কুট্টির বাড়ির ভাড়াটিয়া মৃত চান মিয়ার ছেলে আল-আমিন (৩৩)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, ডলি বেগম ফতুল্লার ধর্মগঞ্জের পাকাপুল এলাকার নিলুফার দ্বিতীয় তলা ভবনের নিচতলা ফ্ল্যাট ভাড়া নিয়ে তরুণীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছিলেন। তার বাসায় বিভিন্ন বয়সী লোকের দিন-রাত আনাগোনা ছিল। অভিযোগ পেয়ে পুলিশের একটি টিম ডলির ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ডলিসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই রাসেল শেখ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ