সিলেটে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ দেখালো শিক্ষার্থীরা!
সিলেটে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এবার প্রশ্নপত্র ফাঁসের তথ্য প্রমাণ প্রদর্শন করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন তথ্য প্রদর্শন করেন।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেট নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করেন। সেখানে অবস্থান নিয়ে তারা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এদিকে, প্রশ্নপত্র ফাঁস বন্ধ, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে বুধবার সিলেটেসহ সারাদেশে ছাত্র ধর্মঘট ডেকেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠক বিপ্লব রায় জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
ছামির মাহমুদ/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না