মাদারীপুরে পীরের লালসার শিকার তরুণী
মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় কথিত এক পীরের লালসার শিকার এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনা জানাজানি তরুণীকে বিয়ে করতে বাধ্য হন ওই পীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা থানার বাকপুরার পীর ওয়াহিদ চান। সম্প্রতি তিনি মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় আস্তানা গড়ে তোলেন। এলাকার সহজ সরল ও সাধারণ মানুষ তার ভক্ত ও মুরিদ হয়।
এই ভক্তদের মাঝে এক তরুণীর ওপর লোলুপ দৃষ্টি পড়ে ওয়াহিদ চানের। পরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
এলাকায় বিষয়টি জানাজানি হলে লোকজন পীরকে চাপ প্রয়োগ করে। উপায়ান্তর না পেয়ে তরুণীকে বিয়ে করে তার গ্রামের বাড়ি নিয়ে যান।
তবে এ ব্যাপারে অভিযুক্ত পীর ওয়াহিদ বলেন, আমি ওই মেয়েকে বিয়ে করেছি। সে এখন আড়াই মাসের গর্ভবতী।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ কে এম নাসিরুল হক/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর