পাঁচবিবিতে ট্রেনে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। তিনি উপজেলার সড়াইল গ্রামের শাহারুলের ছেলে।
স্টেশন মাস্টার সন্তোষ কুমার জানান, আউটার সিগন্যালের কাছে সকাল ১০টার দিকে নীলফামারী- রাজশাহীগামী বরেন্দ্র ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু রায়হান আত্মহত্যা করে। এসময় তার মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়। কিন্ত ততক্ষণে নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
নিহতের আত্মীয় আব্দুর রশিদ জানান, আবু রায়হান মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো।
পাঁচবিবি থানা পুলিশের এসআই আব্দুল হালিম বলেন, বিষয়টি জিআরপি পুলিশের। কিন্তু আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঘটনাস্থলে এসেছি। রিপোর্ট লেখা পর্যন্ত জিআরপি থানার কেউ ঘটনাস্থলে পৌঁছাননি।
রাশেদুজ্জামান/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের