সোনাইমুড়ীতে ইউনিয়ন জামায়াত সেক্রেটারি গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফিরোজ আলম ভুট্রোকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পৌনে ৩টার দিকে আমিশাপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে অভিযান চালিয়ে ভুট্রোকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে থানায় দুটি নাশকতার মামলার ওয়ারেন্ট আছে। তিনি দীর্ঘ ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করে আসছিল।
মিজানুর রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক