না.গঞ্জের ওয়ার্ড কাউন্সিলর এনায়েত গ্রেফতার
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে বন্দর উপজেলার লক্ষনখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন জাগো নিউজ জানান, গত ৬ জানুয়ারি সকালে বিএনপির অবরোধে যানবাহন ভাঙচুর ও পুলিশের উপর হামালার ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এবং দ্রুত বিচার আইনে মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, কাউন্সিলর এনায়েত হোসেন একজন বিএনপি নেতা। দলের আন্দোলন সংগ্রামে তিনি সঙ্গবদ্ধভাবে গাড়ি ভাঙচুরসহ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান