ফতুল্লার ইসদাইর বাজারে আগুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, শনিবার দিবাগত রাত ৩টার ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ২ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৩ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ৪ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৫ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির