ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লার ইসদাইর বাজারে আগুন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, শনিবার দিবাগত রাত ৩টার ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরএআর/পিআর