বরিশালে ইয়াবাসহ যুবক আটক
বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রিয়াদুল ইসলাম রিয়াদ (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটক রিয়াদুল উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার মো. দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
র্যাব-৮ এর মেজর আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ১০ হাজার টাকাসহ রিয়াদকে আটক করা হয়।
এ সময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না