বরিশালে ইয়াবাসহ যুবক আটক
বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ রিয়াদুল ইসলাম রিয়াদ (২৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা।
বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। আটক রিয়াদুল উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার মো. দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।
র্যাব-৮ এর মেজর আবুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামুরা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাড়ে ১০ হাজার টাকাসহ রিয়াদকে আটক করা হয়।
এ সময় আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সাইফ আমীন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ২ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৩ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৪ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৫ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের