গাজীপুর থেকে অপহৃত শিশু কেরানীগঞ্জে উদ্ধার
গাজীপুর থেকে অপহৃত এক শিশুকে (২) কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-১ সদস্যরা। বুধবার রাতে কেরানীগঞ্জের পারগেণ্ডারিয়া কবরস্থান সংলগ্ন একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়ার মনিপুর এলাকা থেকে স্থানীয় শফিকুল ইসলামের দুই বছর বয়সি মেয়েকে (সুরমা) গত ৬ অক্টোবর জনৈক মোকছেদ ওরফে সাগর (৪০) অপহরণ করে নিয়ে যান। এ ব্যাপারে শফিকুল ইসলাম পরের দিন র্যাব-১ এ অভিযোগ করেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে কেরানীগঞ্জের পারগেণ্ডারিয়া কবরস্থান সংলগ্ন শাহেদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া সুমির বাসায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
অভিযান টের পেয়ে অপহরণকারী মোকছেদ ওরফে সাগর পালিয়ে যান। উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না