অবৈধভাবে ইলিশ শিকারে ২ জেলের জরিমানা
পিরোজপুরের স্বরূপকাঠীর সন্ধ্যা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে মো.সালাম হাওলাদার (৩২) ও মো. জাকির হেসেন (৩৫) নামে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় তাদের কাছ থেকে আনুমানিক প্রায় দুই লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিষ বাছাড়ের নেতৃত্বে শুক্রবার সকালে উপজেলার কুনিয়ারী এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে গ্রামের সালাম ও জাকিরকে আটক করা হয়। পরে পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরেফিন ওই আদেশ দেন। আটক ইলিশ স্থানীয় এতিমখানায় দেয়া হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
হাসান মামুন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি