ঘরে আগুন দিয়ে প্রাক্তন স্ত্রীকে মারল স্বামী
সাবেক স্বামীর দেয়া আগুনে পুড়ে মারা গেছেন গৃহবধূ ফারহানা আক্তার রত্না। টানা ১৩ দিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা গেছেন তিনি। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত ফারহানা আক্তার রত্না খুলনা জেলার পাইকগাছা উপজেলার মালোত গ্রামের রোকন সরদারের মেয়ে। তিনি সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর গ্রামের অসীম সাধুর বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের বাবা রোকন সরদার জানান, ২০০৯ সালে খুলনার ভরতভায়না গ্রামের সোহরাব হোসেনের ছেলে মিজানুর রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। মিজানুর রহমান যৌতুকের জন্য মেয়েকে নির্যাতন করতো। এটা নিয়ে বিরোধ হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। গত চার মাস আগে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মৃত আব্দুস সাত্তারের ছেলে হাসিবুর রহমানের সঙ্গে রত্নার আবার বিয়ে হয়। বিয়ের পর থেকে তালার মোবারকপুর গ্রামে অসীম সাধুর বাড়িতে ভাড়া থাকত তারা।
তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাত একটার দিকে জামাই হাসিবুর রহমান মশার কয়েল নিতে দোকানে যায়। এ সময় ওৎ পেতে থাকা রত্নার সাবেক স্বামী ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। রত্নার চিৎকারে বাড়ির মালিকসহ স্থানীয়রা এসে তালা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় রত্নাকে।
ঘটনার বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বুধবার দুপুরে রত্না মারা গেছেন। রত্নার সাবেক স্বামীসহ চারজনকে আসামি করে তালা থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর