ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ভারত থেকে আসা মেছো বিড়াল ছেড়ে দিয়েছে বন বিভাগ

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৫ মার্চ ২০২০

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমরপুর হাজীপাড়া গ্রামে ঢুকেপড়া গেছো মেছো বিড়ালটি উদ্ধার করে একটি জঙ্গলে ছেড়ে দিয়েছে বন বিভাগ।

joypurhat

ওই গ্রামে মেছো বিড়াল ঢুকে পড়েছে জেনে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যায়। এলাকাবাসীসহ তারা মেছো বিড়ালটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগকে খবর দেয়া হয়। তারা এসে মেছো বিড়ালটি উদ্ধার করে পাশের আরেকটি জঙ্গলে ছেড়ে দেয়।

joypurhat

কমরপুর হাজীপাড়া গ্রামের লাইজু, কুতুবউদ্দিন, নেপালসহ প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বাঁশ ঝাড়ে বন্য প্রাণীটি দেখে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। জনতার ভয়ে প্রাণী বাঁশঝাড়ে ঢুকে পড়ে। বন্যপ্রাণীটি ভারতের কোনো এক বন-জঙ্গল থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

joypurhat

জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের খবর পেয়ে বন্যপ্রাণীসহ এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগকেও জানানো হয়।

রাশেদুজ্জামান/এমএএস/জেআইএম