ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অসুস্থ মুরগির মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:০০ পিএম, ১০ মার্চ ২০২০

অসুস্থ মুরগি জবাই করে মাংস বিক্রির দায়ে দিনাজপুরের বীরগঞ্জে মো. আতিকুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ জরিমানা করেন।

মুরগি ব্যবসায়ী আতিকুল ইসলাম উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুচকুড়ী গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

Dinajpur-Birganj-1

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল বলেন, সকালে ইউনিয়নের বাহাদুর বাজার নামক স্থানে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মুরগি জবাই করে মাংস বিক্রিয় করছিলেন আতিকুল ইসলাম। এ সময় এলাকার কিছু লোক মাংস কিনতে গিয়ে দেখেন দোকানের সামনে খাঁচায় রক্ষিত মুরগি মরে যাচ্ছে। পরে তারা অসুস্থ মুরগির মাংস বিক্রির বিষয়টি আমাকে অবহিত করেন। অভিযোগের ভিত্তিতে আমি তাৎক্ষণিক গ্রাম্য পুলিশ দিয়ে অসুস্থ মুরগি ও জবাইকৃত মুরগির মাংস জব্দ করি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনকে জানাই। দুপুরে তিনি ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল পরিদর্শন করে তারা মুরগি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মুরগিসহ সব মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মুরগিগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত ছিল। এ থেকে মানুষের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর