রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামে হীরা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হীরা চৌপুকুরিয়া গ্রামের আরশাদ আলীর মেয়ে।
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষপান করেন হীরা। পরে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ ব্যাপারে দুপুরে থানায় ইউডি মামলা শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ