ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১২ মার্চ ২০২০

 

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকচাপায় পিকআপ ভ্যানের এক হেলপার (২০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, চট্টগ্রাম থেকে নওগাঁগামী পিকআপ ভ্যানটি সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। তাৎক্ষণিক অপর একটি ট্রাক পেছন থেকে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমকেএইচ