ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৩ মার্চ ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার শেলাচাপড়ি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- শাহজাদপুরের শেলাচাপড়ি পূর্বপাড়ার মৃত মদন সূত্রধরের ছেলে প্রান্ত সূত্রধর (৭) ও রায়গঞ্জের বর্মগাছা গ্রামের পরিতোষের ছেলে চঞ্চল সূত্রধর (৮)। শিশু দুটি সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী হুরাসাগর নদীতে গোসল করতে যায়। দীর্ঘ সময় গোসল করার পর লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে নদীতে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম