ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে হত্যা

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ মার্চ ২০২০

হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে এক শিশুকে গলাটিপে হত্যা করেছে তার বাবা ইমান আলী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বাহুবল থানা পুলিশের ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নেশাগ্রস্ত বাবা সন্তানকে গলাটিপে হত্যা করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘাতক বাবা পলাতক রয়েছে।

স্থানীয় ওয়ার্ড মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা ঘটতে পারে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, গতরাতে লস্করপুর রেলস্টেশনে বাবার হাতে সন্তান হত্যার ঘটনাটি ঘটেছে।

এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস