ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় ৮ মুক্তিযোদ্ধার নামে ৮ সড়কের নামকরণ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় আরও আটজন মুক্তিযোদ্ধার নামে আটটি সড়কের নামকরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে এসব সড়কের উদ্বোধন করা হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান সড়কের উদ্বোধন করেন তার কন্যা তাওহিদা তানমান ও মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন সড়কের উদ্বোধন করেন তার ছোট ভাই মুক্তিযোদ্ধা মো. ইসমত হোসেন।

পাশাপাশি মুক্তিযোদ্ধা আতাউর রহমান আফতাব, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন এবং শহীদ মুক্তিযোদ্ধা আলো-ফিরোজের নামে পৃথকভাবে সড়কের উদ্বোধন করা হয়। এসব সড়কের উদ্বোধন করেন সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের স্বজনরা।

এর আগে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আমিনুল ইসলাম বাদশা, মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু এবং মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিবের নামে তিনটি সড়কের উদ্বোধন করা হয়।

আট সড়ক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ও জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নামে এসব সড়কের নামকরণ করা হয়েছে।

একে জামান/এএম/জেআইএম