হোম কোয়ারেন্টাইন না মানায় ইতালি প্রবাসীকে জরিমানা
বরগুনায় হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় এক ইতালি প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা এ জরিমানা করেন।
ওই প্রবাসী ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের বাসিন্দা। করোনাভাইরাসের আতঙ্কে তিনি গত ১১ মার্চ ইতালি থেকে দেশে ফেরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা বলেন, ইতালি প্রবাসী ওই যুবককে আমরা প্রথমে সতর্ক করেছিলাম। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। হোম কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে তিনি এক প্রকার যা ইচ্ছা তাই করেছিলেন। আইন অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম