ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২০

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হোসেন শহরের পুরাতন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তিনি জানান, শহরের পুরাতন বাজারের একতা শস্য ভান্ডারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর