জামালপুরে শ্রমিক হত্যা : গ্রেফতারের দাবিতে মানববন্ধন
দালান শ্রমিক মিকাইল হোসেন হত্যার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়ন। রোববার শহরের দয়াময়ী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা দালান নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাহার আলী, নিহত মিকাইলের স্ত্রী সাফিয়া বেগম প্রমুখ।
এসময় বক্তারা নির্মাণ শ্রমিক মিকাইল হোসেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার কথা বলেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম