ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাগলা নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ মার্চ ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাগলা নদীতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- সদর উপজেলার কালিনগর গ্রামের ইয়াসিন আলীর মেয়ে কালিনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম
শ্রেণির ছাত্রী সোনিয়া (১২) এবং একই উপজেলার বাখরআলী গ্রামের রবিউল ইসলামের মেয়ে জোহরা খাতুন (১৩)।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রোববার দুপুরে কালিনগর গ্রামের কয়েকজন ছেলে-মেয়ে ছয় নম্বর বাঁধ এলাকার পাগলা নদীতে গোসল করছিল। তখন জোহরাকে পানিতে ডুবে যেতে দেখে সোনিয়া উদ্ধার করতে গিয়ে ডুবে যায়। বাকি শিশুরা চিৎকার করলে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা।

মো. আব্দুল্লাহ/এএম/এমকেএইচ