ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবাও
ফাইল ছবি
ভোলায় মরিচ ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়া জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন, মাদ্রাজ ইউনিয়নের মিয়া জাহানপুর গ্রামের মো. আব্দুল খালেক সরদার (৫০) ও তার ছেলে আব্দুল গণি (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে আব্দুল গণি ও তার বাবা আব্দুল খালেক সরদার বৈদ্যুতিক মটর দিয়ে মরিচ ক্ষেতে পানি দিচ্ছিলেন। ওই সময় মটরের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান আব্দুল গণি। এসময় ছেলেকে বাঁচাতে গেছে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরিফিন সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।
জুয়েল সাহা বিকাশ/এমএএস