ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৫ এপ্রিল ২০২০

দিনাজপুর সদর উপজেলায় শহিদুল ইসলাম (৩০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার পাঁচবাড়ী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শহিদুল ইসলাম সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বনতারা গ্রামের সিপাহী মোল্লার ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (ওসি) বজলুর রশিদ জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে শহিদুলের মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস