গোপালগঞ্জে সেফটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে সেফটিক ট্যাংক থেকে মরিয়ম খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নিজ বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরিয়ম খাতুন সুলতানশাহী গ্রামের সৌদি প্রবাসী এমদাদুল হকের মেয়ে।
নিহতের চাচা নাসির উদ্দিন জানান, গত ৭ অক্টোবর ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। পরবর্তীতে সৌদি প্রবাসী বাবার কাছে ৮ অক্টোবর ফোনে জানানো হয়, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এ ঘটনার পর নিহতের চাচা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ সোমবার এ ঘটনার তদন্ত করতে গিয়ে নিহতের নিজ বাড়ির সেফটিক ট্যাংকের ভিতর থেকে পঁচা গন্ধ পেয়ে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ