ব্রাহ্মণবাড়িয়ায় নারী চিকিৎসক করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় এবার এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
করোনায় আক্রান্ত ওই চিকিৎসক বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার। বর্তমানে আক্রান্ত ওই চিকিৎসক ময়মনসিংহে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করার পর তিনি ময়মনসিংহে চলে গেছেন। আজ দুপুরে তার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। তিনি কীভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না। ওই চিকিৎসক তার শ্বশুরবাড়ি আখাউড়া থেকে বিজয়নগরে গিয়ে দায়িত্ব পালন করতেন। তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান