ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত
ফেনীতে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের বাসিন্দা। তার বয়স ২৮ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ মার্চ ওই ব্যক্তি ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়ায় তার গ্রামে আসেন। জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি।
সিভিল সার্জন আরও জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই রোগীকে স্বাস্থ্য বিভাগ আইসোলেশনে এনে চিকিৎসা দেবে। পরিস্থিতি বিবেচনায় গ্রামটি লকডাউন করা হতে পারে।
আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
- ২ বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম, উপজেলা জামায়াত আমির গ্রেফতার
- ৩ চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের খেজুর মজুত, দোকানির লাখ টাকা জরিমানা
- ৪ নির্বাচনি প্রচারণার প্রথম দিন মৌলভীবাজারে জনসভা করবেন তারেক রহমান
- ৫ সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বদিউল আলম