ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জ থেকে ৭৭ শ্রমিককে নারায়ণগঞ্জে ফেরত পাঠাল পুলিশ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ট্রলার যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে ৭৭ জন ইটভাটার শ্রমিককে ফেরত পাঠাল মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের ফতুল্লা ফেরত পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জ সীমানাধীন ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর কাছ থেকে ট্রলারসহ ওই শ্রমিকদের আটক করে নৌ পুলিশ। তাদের মধ্যে ৩২ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৫ জন শিশু রয়েছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে খবর পেয়ে ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় একটি ট্রলার থেকে ৭৭ জন শ্রমিককে আটক করা হয়। তারা ফতুল্লা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিলেন। তাদেরকে শনিবার সকাল ১০টার দিকে ফেরত পাঠানো হয়েছে। তারা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার ইটভাটার শ্রমিক।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস