ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিতরণ না করে মজুত করায় ৮৫ বস্তা চালসহ ডিলার আটক

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৯:১১ পিএম, ২০ এপ্রিল ২০২০

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ডিলার ডিএম মেহেদী হাসান বাঘাকে ৮৫ বস্তা চাল মজুতের অভিযোগে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মেহেদীর ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়।

এছাড়াও তার বিরুদ্ধে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে (ওএমএস) চাল বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের স্বাক্ষর নকল করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

সোমবার বিকেলে আক্কেলপুর উপজেলার কাঁঠাল বাড়িতে আটক মেহেদী হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। আটক মেহেদী হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মেহেদী হাসান খাদ্য অধিদপ্তরের হতদরিদ্রদের স্বল্পমূল্যে চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে উপকারভোগীদের নাম রেজিস্টারে স্বাক্ষর নকল করে উপজেলার কাঠালবাড়ি মোড়ে তার গুদাম ঘরে অবৈধভাবে মজুত রেখে চড়া দামে বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে তার গুদামঘরে অভিযান চালিয়ে সরকারি ৮৫ বস্তা চালসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

joypurhat

আক্কেলপুর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হান্নান জানান, তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পালসহ আরও একাধিক কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিকভাবে ওএমএস ডিলার ডিএম মেহেদী হাসান বাঘার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত হয়।

রাশেদুজ্জামান/এমএএস/জেআইএম