ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুড়ি উড়াতে বেরিয়ে পুকুরে ভাসছে স্কুলছাত্রের লাশ

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের পরদিন সুজন আহমেদ (১০) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সুজন ওই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আন্নাছ আলীর ছেলে এবং গড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে সুজন তার সমবয়সী আবদুল্লা, রুবেলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুড়ি উড়াতে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরে না আসায় পরিবার ও এলাকাবাসী মিলে রাতভর অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

শনিবার সকাল থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে মাইকিং করা হয়। গ্রামের মানুষ দলবেঁধে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে বখতিয়ার পাড়ার একটি পুকুরে ভাসমান অবস্থায় সুজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

কাকড়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত বলেন, শুক্রবার সন্ধ্যায় শিশুর বাবা-মা আমাকে জানায় তার ছেলে সুজন নিখোঁজ। শত্রুতা করে কেউ তার সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে বলে তাদের ধারণা। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সখীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে বলা যাবে এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যাকাণ্ড।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম