ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফাইল ছবি
নড়াইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইয়াসিন মোল্লা (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মোল্লার বাড়ি নড়াইল পৌরসভার ঘোড়াখালী এলাকায়।
এলাকাবাসী জানায়, সকালে ঘোড়াখালী বিলে ধান কাটতে যান ইয়াসিন। বেলা ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কবলে পড়েন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আ ফ ম মশিউর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুল নিলু/আরএআর/এমএস