ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধান সিদ্ধ করার সময় দুই গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০১ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায বজ্রপাতে সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫) নামের দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুইটি ও খুকি বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন।

এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজকেই মৃত ঘোষণা করেন।

আজিজুল সঞ্চয়/এমএএস/জেআইএম