কৃষকের ২০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ
লক্ষ্মীপুরের রায়পুরে জহির হোসেন নামে এক কৃষকের মাঠের পাকা ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলে দিলেন যুবলীগের নেতাকর্মীরা। এসময় তাকে ইফতারসামগ্রীও দেয়া হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার ওই কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে দেয় যুবলীগ।

রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তানজীদ কামালের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন সদস্য ফরহাদ হোসেন পাভেল, মহিউদ্দিন বিপু ও কাদের হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ও জেলা যুবলীগের অনুপ্রেরণায় কৃষকের ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে নেতাকর্মীরা। প্রথম দিনেই রায়পুর পৌর যুবলীগের নেতাকর্মীরা জহির নামে এক কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। এছাড়া ওই কৃষকের বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এতে চাল, ছোলা, আলু, পেঁয়াজ, চিনি, তেল ও মুড়িসহ ২০ কেজি খাদ্যসামগ্রী রয়েছে।

এ ব্যাপারে যুবলীগ নেতা তানজীদ কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেসব কৃষক শ্রমিক পাচ্ছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছি। একই সঙ্গে যুবলীগের পক্ষ থেকে ওই কৃষককে ইফতার সামগ্রীও দেয়া হবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কাজল কায়েস/এমএএস/জেআইএম