ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নদী‌তে জাল ফেলা নিয়ে সংঘর্ষ, ভেসে উঠল জেলের লাশ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০১ মে ২০২০

ভোলার রাজাপুর এলাকার মেঘনা নদী‌তে জাল ফেলাকে কে‌ন্দ্র ক‌রে দুই গ্রু‌পের সংঘ‌র্ষের ঘটনায় মো. বা‌ছেদ (২০) না‌মে এক জে‌লের মরদেহ নদী থে‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। ‌নিহত বা‌ছেদ ভোলা সদর উপ‌জেলার ৬নং ওয়া‌র্ডের বা‌সিন্দা বাবুল রাঢ়ীর ছে‌লে।

এ ঘটনায় রা‌কিব (২০) ও ফজলু (৩৫) নামে দুইজন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার বি‌কে‌লে ভোলার রাজাপুর ইউ‌নিয়‌নের কন্দকপুর এলাকার মেঘনা নদী থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, রাজাপুর ইউ‌নিয়‌নের কন্দকপুর এলাকার মেঘনা নদী‌তে রাজাপুর ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ডের ম‌নির মা‌ঝি ও পূর্ব ই‌লিশা ইউ‌নিয়‌নের ১নং ওয়া‌র্ডের হারুন মা‌ঝির ম‌ধ্যে বুধবার সন্ধ্যায় সংঘর্ষ হয়। এ‌তে ম‌নির মা‌ঝির নৌকায় থাকায় বা‌ছেদ নি‌খোঁজ হন। এ ঘটনায় বৃহস্প‌তিবার বা‌ছে‌দের বাবা বাবুল রাঢ়ী সাতজন‌কে আসামি ক‌রে মামলা ক‌রেন।

ই‌লিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল বলেন, স্থানীয়রা ওই জেলের মরদেহ ভাসতে দেখে আমা‌দের খবর দেয়। খবর পে‌য়ে আমরা ওই ‌জে‌লের মরদেহ উদ্ধার ক‌রি। ময়নাতদ‌ন্তের জন্য মরদেহ ম‌র্গে পাঠানো হ‌য়েছে। এ ঘটনায় দুইজন‌কে আটক ক‌রে‌ছি। তা‌দের জিজ্ঞাসাবাদ চল‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এএম/জেআইএম