লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত বাবা-ছেলে সুস্থ
লালমনিরহাটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত নির্মাণশ্রমিক কামরুল ইসলাম ও তার সংস্পর্শে আসা সাত বছরের শিশুপুত্র সালমান হোসেন এখন করোনামুক্ত। লালমনিরহাট সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, আগামীকাল রোববার (০৩ মে) বিকেলে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বাড়ি পাঠানো হবে।
জানা গেছে, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা নারায়ণগঞ্জফেরত নির্মাণশ্রমিক কামরুল ইসলামের ১০ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি জেলার প্রথম করোনা রোগী। এর তিনদিন পর তার সংস্পর্শে আসা সাত বছরের শিশুপুত্র সালমান হোসেনের শরীরেও করোনাভাইরাস ধরা পড়ে।
১৪ দিন চিকিৎসার পর দ্বিতীয় বার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ফলাফল নেগেটিভ এসেছে। জেলার প্রথম ও দ্বিতীয় করোনাভাইরাসে আক্রান্ত বাবা-ছেলে এখন করোনামুক্ত।
প্রসঙ্গত, এ পর্যন্ত লালমনিরহাটে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন সুস্থ হয়ে গেলেন।
রবিউল/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে