ন্যায্য মজুরির দাবিতে ভোমরা বন্দরে শ্রমিকদের কর্মবিরতি
ন্যায্য মজুরির দাবিতে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে কর্মবিরতি পালন করেছে। ফলে বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এছাড়া আটকে রয়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। আর বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। শনিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন জাগো নিউজকে জানান, পণ্যবাহী ট্রাক প্রতি লোড ও আনলোডের ক্ষেত্রে শ্রমিকদের ৫০০ টাকা দেয়ার নির্দেশনা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এসআইএস লজিস্টিক্যাল সিস্টেম (জেভি) এর স্বত্বাধিকারী মনিরুজ্জামান শাহীন সেটি বাস্তবায়ন না করে শ্রমিকদের গাড়ি প্রতি মাত্র ১৪০ টাকা হারে প্রদান করছেন।
তিনি আরো জানান, এ বিষয়ে চলতি বছরের প্রথম দিকে তিনি বাদী হয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা অমান্য করে পূর্বের ন্যায় ১৪০ টাকা হারে শ্রমিকদের প্রদান করছেন।
এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের পাওনা টাকা পরিশোধ না করে, পরিশোধ করা হয়েছে- মর্মে শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বন্দর চেয়াম্যানের নিকট একটি পত্র প্রেরণ করেন। পরে বিষয়টি জানাজানির এক পর্যায়ে শ্রমিকরা ৬ অক্টোবর বন্দর সংশ্লিষ্ট সকল দফতরে চিঠি দিয়ে ১৫ অক্টোবর এর মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য শর্ত দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় বন্দর সংশ্লিষ্ট চারটি শ্রমিক ইউনিয়ন একযোগে কর্মবিরতি পালন শুরু করেছে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ