সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেয়ায় মামলা
প্রতীকী ছবি
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ‘আওয়ামী ছাত্র পরিষদ’ সংগঠনের নাম ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দেন ওই যুবক।
গতকাল সোমবার (০৪ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। মঙ্গলবার (০৫ মে) মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।
মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মিজান হাজারীর ছেলে শেখ মো. জালাল হাজারী রনিকে আসামি করা হয়েছে। তবে তিনি আওয়ামী ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত কি-না সেটি জানা যায়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জালাল হাজারী রনি গত ২ মে বিকেলে তার ফেসবুক আইডি থেকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।
আওয়ামী ছাত্র পরিষদের নামে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে রনির দেয়া স্ট্যাটাসটি ধর্মীয় উসকানি হিসেবে পরিলক্ষিত বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদি ব্রাহ্মণবাড়িয় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, রনি দেশের সংবিধান ও বিচারালয়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তার স্ট্যাটাসটি সংবিধান ও বিচারিক কার্যক্রম তথা আদালতের জন্য অসম্মানজনক। আমি মনে করি সে দেশে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রে লিপ্ত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস