ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৬ মে ২০২০

পঞ্চগড়ের দেবীগঞ্জে এবার এক স্বাস্থকর্মীর করোনা শনাক্ত হয়েছে। ৪০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন ইপিআই পোর্টার। তিনি করোনা সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।

গত ৩ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে জেলায় ১০ জনের করোনা শনাক্ত হলো। এর আগে জেলার তেঁতুলিয়া উপজেলায় ৪ জন, বোদায় ২ জন, দেবীগঞ্জে ২ জন এবং সদর উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়। এদের বেশিরভাগই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ করোনা সংক্রমিত এলাকা থেকে ফেরত। তবে আক্রান্তদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

সফিকুল আলম/এমএএস/এমকেএইচ