ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনাজয় করে বাড়ি ফিরল শিশুসহ দুইজন

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৭ মে ২০২০

ভোলায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে আট বছরের এক শিশুসহ দুইজন। তারা হলো- বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহনা রানী (৮) ও মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নুরে আলম (২৯)।

বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে তাদের বাড়ি পাঠানো হয়। করোনামুক্ত মোহনা রানীকে ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর দেয়া উপহার দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী।

মো. বশির গাজী বলেন, ২৩ এপ্রিল করোনা পজিটিভ আসা মোহনা রানী এখন সুস্থ। বুধবার রাতে মোহনার চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই তাদের বাড়িসহ পাঁচ বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। মোহনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর উপহার দিয়েছি আমরা।

অন্যদিকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নুরে আলম (২৯)। মনপুরা সরকারি ডিগ্রি কলেজের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

তাকে ফুলেল শুভেচ্ছা জানান মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ ও চিকিৎসক মশিউর রহমান।

করোনামুক্ত নুরে আলম জাগো নিউজকে বলেন, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি। করোনাকে জয় করে বাড়ি আসতে পেরে আমি খুবই খুশি।

তিনি বলেন, আমার সুস্থ হওয়ার পেছনে চিকিৎসকদের অবদান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তিনি আমাকে সবসময় সাহস জুগিয়েছেন। সবসময় আমার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। এমনকি আমার ফোনেও টাকা লোড করে দিয়েছেন তিনি। তার অনুপ্রেরণা ও সহযোগিতা আমি কখনও ভুলব না।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, ২৩ এপ্রিল নুরে আলমের করোনা শনাক্ত হয়। এরপর আমরা ১০ বাড়ি লকডাউন করি। তিনি সুস্থ হওয়ায় আমরা লকডাউন প্রত্যাহার করেছি।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ওই দুইজন করোনামুক্ত। তারা সম্পূর্ণ সুস্থ হওয়ায় বাড়ি পাঠানো হয়েছে। ভোলার সাত উপজেলার এ পর্যন্ত ৫০৩ জনের করোনা টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৪২৬ জনের রিপোর্ট আমরা হাতে পেয়েছি।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমকেএইচ