ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে সাংবাদিক পরিবার

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৮ মে ২০২০

নরসিংদীতে করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

স্বর্গীয় রনজিৎ কুমার সাহার ৩১তম প্রয়াণ দিবস উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ অসচ্ছল ৭০টি পরিবারকে নগদ এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, স্বর্গীয় রনজিৎ কুমার সাহার বড় ছেলে দৈনিক যুগান্তরের সাংবাদিক বিশ্বজিৎ সাহা, ছোট ছেলে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সঞ্জিত সাহা, প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মনজিল এ মিল্লাত, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

NARSINGDI-01

কমল কান্তি ঘোষ তার ভাষণে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে ব্যাপক আকারে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। নরসিংদীতে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রায় লক্ষাধিক পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

তিনি এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিক পরিবারের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সঞ্জিত সাহা/নরসিংদী/এমএআর/পিআর