ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাছে ঝুলছে গৃহবধূর লাশ, আটক স্বামী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০৮ মে ২০২০

শরীয়তপু‌রের জাজিরা উপজেলায় মাহমুদা আক্তার না‌মে এক গৃহবধূর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৮ মে) সকাল সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার বড়কান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আরবআলি মাদবরকান্দি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী জসিম মাদবর‌কে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে। মাহমুদার পরিবারের দাবি, তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মাহমুদা আক্তার (২৩) ওই গ্রা‌মের জসিম মাদবরের স্ত্রী।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সা‌লে জা‌জিরা উপ‌জেলার বড়কান্দি ইউনিয়নের আরবআলি মাদবরকান্দি গ্রামের সুলতান মাদবরের ছে‌লে জসিম মাদবরের স‌ঙ্গে একই উপ‌জেলার বিলাসপুর মিয়াচাঁন মুন্সিকান্দি গ্রামের সামাদ মাদবরের মেয়ে মাহমুদা আক্তা‌রের বিয়ে হয়। তা‌দের তিন বছ‌রের এক‌টি ছে‌লেসন্তান র‌য়ে‌ছে। বিয়ের এক বছর পর স্বামী জসিম মাদবর মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিজের পা ভেঙে ফেলেন। এরপর থেকে তাদের অভাবের সংসারে পারিবারিক কলহের কারণে মাহমুদাকে মাঝেমধ্যে জসিম নির্যাতন করতেন।

বৃহস্পতিবার সকা‌লে ও রা‌তে মাহমুদা তার বাবার বাড়ি যেতে চাওয়ায় স্বামী জসিমের সঙ্গে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যা‌য়ে হাতাহা‌তি হয়। এরপর রাতে যে যার মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে জসিমের বাড়ির লোকজন মাহমুদার পরিবারকে জানায় মাহমুদা আত্মহত্যা করেছে। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী জসিম মদবরকে আটক করে পুলিশ।

মাহমুদার বড় ভাই সোহেল মাদবর বলেন, আমার বোনকে জসিম ও তার পরিবারের লোকজন মাঝেমধ্যেই নির্যাতন করতো। গতকাল মাহমুদা আমাদের বাড়ি আসতে চাইলে মারধর করে জসিম। এরপর আমরা মাহমুদা ও তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হই। রাতে আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে তারা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

জাজিরা থানা পু‌লি‌শের ও‌সি (তদন্ত) এমএ ম‌জিদ বকুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মাহমুদার স্বামী জসিম মাদবরকে আটক করেছি আমরা। প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে স্বামী জসিমের স‌ঙ্গে ঝগড়া ক‌রে আত্মহত্যার করেছেন মাহমুদা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যা‌বে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম