ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

একঝাঁক মৌমাছির কামড়ে প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৪ মে ২০২০

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে হগলু মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে হগলু মোহাম্মদ তার নাতনির বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কয়েকশ গজ দূরে যাওয়ার পরই হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে আক্রমণ করে। এ সময় মৌমাছির ঝাঁক পাশের একটি বাড়ির দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনকে কামড় দেয়। তাদের তেমন সমস্যা না হলেও মৌমাছির কাপড়ে বৃদ্ধ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/এমকেএইচ