ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকের ধান ঘরে তুলে দিল কৃষক লীগ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ মে ২০২০

মানিকগঞ্জের শিবালয়ে ৪ গরিব কৃষকের ৭ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষক লীগ নেতাকর্মীরা। শুক্রবার উপজেলার সমেজঘর ও তেওতা এলাকায় এই ধান কেটে দেন তারা।

সকালে উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অসিউর রহমান সিকোর নেতৃত্বে কৃষকলীগ নেতৃবৃন্দ প্রথমে সমেজঘর গ্রামের কৃষক আব্দুর রউফের ২ বিঘা জমির ধান কেটে দেন। এরপর একই গ্রামের মোন্নাফের ১ বিঘা, তেওতা এলাকার হাসেম মোল্লার ২ বিঘা এবং দিনমজুর সাকাত মল্লিকের ১ বিঘা জমির ধান কেটে দেন তারা। ধান কাটা শেষে মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়াসহ সেই ধান মাড়াইও করে দিয়েছেন কৃষক লীগ নেতৃবৃন্দ।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

rice2

কৃষক লীগের উদ্যোগে ধান কেটে ঘরে তুলে দেয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে কৃষক আব্দুর রউফ জানান, করোনা দুর্যোগে এমনইতেই সবাই খুব কষ্টে আছি। তার উপর ধান পেকে যাওয়ায় পড়েছিলাম দুশ্চিন্তায়। কারণ এবার অন্য জেলা থেকে শ্রমিক আসেনি। এ অবস্থায় নেতাকর্মীরা ধান কেটে দেয়ায় খুব উপকার হয়েছে।

শিবালয় উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অসিউর রহমান সিকো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় সবসময়ই কৃষকের পাশে থাকতে বলছেন। করেনা দুর্যোগে কৃষকরা শ্রমিক সংকটে দিশেহারা হয়ে পড়েছেন। তাই উপজেলা কৃষক লীগ গরিব কৃষকের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ৪ জন কৃষকের ধান কেটে দেয়া হয়। আগামীতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম