যশোরে পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা
যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ইছালি গ্রামের এনামুলে স্ত্রী শিউলি বেগম তার স্বামীকে হত্যার অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিমের আদালতে এ মামলা করেন।
মামলাটি গ্রহণ করে আদালত বিষয়টি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, ইছালি পুলিশ ক্যাম্পের এসআই তপন, এএসআই রাসেল, কনস্ট্রেবল ইব্রাহিম ও শহীদ, খাজুরা পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ এবং পুলিশের সোর্স অরুণ।
মামলায় বলা হয়েছে, গত ৯ অক্টোরবর রাত পৌনে ৩টার দিকে আসামিরা এনামুলকে বাড়ি থেকে ধরে নিয়ে আসলেও থানায় নেয়ানি। পরের দিন সকালে ঝিনাইদহের বারোবাজার রেললাইন এলাকায় তার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। আসামিরা তাকে হত্যার পর সেখানে ফেলে রেখে চলে যায় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
মিলন রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান