হাতিয়ায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ও বুড়িরচর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
এ সময় বজ্রপাতে শিশুসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ে ওসব গ্রামের অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
বজ্রপাতে আহতরা হলেন- সোনাদিয়া ইউনিয়নের কেঞ্জাখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে প্রিয়া বেগম, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে ফাহাদ উদ্দিন, জামাল উদ্দিন ও আব্দুল মন্নান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কালবৈশাখী ঝড়ের আঘাতে সোনাদিয়া ও বুড়িরচড় ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। পাশাপাশি কয়েকটি ঘরের চাল উড়ে যায়। এ সময় বজ্রপাতে চারজন আহত হন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, কালবৈশাখী ঝড়ে সোনাদিয়া ও বুড়িরচরের কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে বলা হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের। পরবর্তীতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে ক্ষতিগ্রস্তদের।
মিজানুর রহমান/এএম/এমকেএইচ