ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটগ্রামের হতদরিদ্র সেই বাবার পাশে ছাত্রসমাজ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ মে ২০২০

চেয়ারম্যানের হুমকিতে মেয়ের লাশ বাড়িতে নিয়ে যেতে না পেরে এক অ্যাম্বুলেন্স চালক দাফনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন অসহায় বাবাকে। এজন্য ওই চালক তার কাছ থেকে ৫ হাজার টাকাও নেন। পরে তিনি লাশ দাফন না করে তিস্তা নদীতে ফেলে দেন।

এর দুদিন পর তিস্তায় ভেসে উঠে মরদেহ। সেই লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী উফারমারা গ্রামের বাড়িতে মরদেহ লাশ দাফন করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার বুড়িমারী উফারমারা গুচ্ছা গ্রামে ছুটে যান কেন্দ্রীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন।

Lalmonirhat

এ সময় তিনি হতভাগা মেয়েটির অসহায় বাবা গোলাম মোস্তফাকে এক মাসের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি, লবণ, বেগুন ও অন্যান্য মালমাল।

এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা ছাত্রসমাজের সভাপতি আবু ফয়সাল পারভেজ, পৌর সভাপতি জাহিদ হাসান, উপজেলা সাধারণ সম্পাদক সুমন ইমলাম, সিনিয়র সহ-সভাপতি শামসুদ দোহা প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, মানবিকতার কারণে আমি ছুটে এসেছি।ভূমিহীন ওই বাবা কতটা অসহায় হলে মেয়ের মরদেহ গ্রামে আনতে না পেরে অ্যাম্বুলেন্স চালকে ৫ হাজার টাকা দিয়েও মেয়ের লাশ দাফন করতে পারেনি। তিনি আরও বলেন, ছাত্রসমাজ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে।

রবিউল হাসান/এমএএস/পিআর