ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের খুশিতে মদ পান করে পরপারে কিশোর

জেলা প্রতিনিধি | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২৯ মে ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদপানে শাওন মিয়া (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এছাড়া শাওনের সঙ্গে মদ পান করা আরও দুই কিশোরকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।

নিহত শাওন গোলাকান্দাইল বাঘমোচড়া এলাকার দেজ্জাল মিয়ার ছেলে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঈদের পর দিন মঙ্গলবার রাতে দুই বন্ধু শাওন মিয়া ও ইমরান মিয়া গোলাকান্দাইল এলাকার চোলাই মদ কারবারী শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসেই পান করে। স্থানীয় আরেক মাদক কারবারী নান্নু তাদের সঙ্গ দেয়। মঙ্গলবার রাতে মদ পানের পর থেকেই ওই তিন কিশোর অসুস্থ হয়ে পড়ে।

শুক্রবার ভোরে গুরুতর অবস্থায় তাদের মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অপর দুই কিশোরকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।

মীর আব্দুল আলীম/এফএ/পিআর